<p>দেশের কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার স্মরণে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গার ও স্থাপনার নামকরণ করা হয়েছে। </p> <p><strong>আবু সাঈদ নামে রংপুরে চত্বর ও বিশ্ববিদ্যালয়ের গেটের নাম</strong> : রংপুরে পার্কের মোড়ের নতুন নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ আবু সাঈদ চত্বর’। বেরোবির ১ নম্বর গেট যেখানে আবু সাঈদ নিহত হয় সেই গেটের নামও তার নামে নামকরণ করা হয়। ইতিমধ্যেই গুগল ম্যাপের মাধ্যমে রংপুর পার্ক মোড়ের স্থানটি ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নামেই দেখা যাচ্ছে।</p> <p><strong>সংসদ সদস্যের মার্কেট হয়ে গেল শহীদ আবু সাঈদ কমপ্লেক্স </strong>: নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমের মালিকানাধীন মোরশেদ আলম কমপ্লেক্সের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ কমপ্লেক্স নামকরণ করেছে স্থানীয় ছাত্র-জনতা।</p> <p><strong>রাজবাড়ীতে মসজিদ নির্মাণ :</strong></p> <p>ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড়ে বিভিন্ন ভাস্কর্য ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হবে। সেই মসজিদের নাম দেওয়া হয়েছে ‘শহীদ আবু সাঈদ’ জামে মসজিদ।</p> <p><strong>ফটিকছড়িতে বঙ্গবন্ধু চত্বরকে শহীদ আবু সাঈদ চত্বর ঘোষণা :</strong> শেখ হাসিনা পদত্যাগের গত (৫ আগস্ট) মঙ্গলবার সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের ছবি লাগিয়েছে ছাত্র-জনতা। বর্তমানে এর নাম রাখা হয়েছে শহীদ আবু সাঈদ চত্বর।</p> <p><strong>আবু সাঈদের নামে বাংলা ফন্ট : </strong>শহীদ আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত করেছে কোডপত্র (Codepotro)। এটি ডিজাইন করেছেন জায়েদ আহসান সাদ ও কোডপত্র ফন্টস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, আবু সাঈদ ফন্টের ‘টাইপ হেয়ার’ এর জায়গায় কিছু লিখলে নতুন ফন্টে সে লেখা চলে আসছে। আপাতত ইন্টারফেসে নরমাল এবং ইটালিক ফন্ট দেখা যাচ্ছে।</p> <p><strong>আবু সাঈদের ছবি এঁকেছেন ভারতের অঙ্কন শিল্পী :</strong> অপর দিকে ফেসবুকে দেখা যায় নিহত শিক্ষার্থী আবু সাঈদের একটি আঁকা ছবি পোস্ট করেছেন জনপ্রিয় নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। তিনি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বীর শহীদ আবু সাঈদের এই ছবিটি এঁকেছেন ভারতের অঙ্কন শিল্পী কৌশিক সরকার।’</p> <p><strong>উইকিপিডিয়াতে সাঈদের জীবন বৃত্তান্ত :</strong><br /> বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক বহুভাষী  উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও শহিদ আবু সাঈদের ছবি, জীবন বৃত্তান্তসহ সেখানে লিখা, আবু সাঈদ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছে।</p> <p><strong>আবু সাঈদ নিয়ে গান কবিতা :</strong> আবু সাঈদ নিয়ে গান গেয়েছেন এই প্রজন্মের তরুণ শিল্পী গগণ সাকিব। গানের নাম রাখা হয় ‘চাকরি’। এ ছাড়া কয়েক জন কবি আবু সাঈদকে নিয়ে লিখে বেশ কয়েকটি কবিতা। বানিয়েছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন।</p> <p>বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুর ২টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।</p> <p>নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।</p>