<p>চাঁদপুর জেলা কারাগার থেকে ফটক খুলে কোনো বন্দি পালিয়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. ফোরকান উদ্দিন। তিনি বলেন, গতকাল সোমবার কারাগারের প্রধান ফটকের সামনে বাইরের কিছু লোক হট্টগোল করে। এতে ভেতরে উত্তেজনা দেখা দেয়। পরে সেনা সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে দাবি করেন জেলা সুপার।</p> <p>প্রসঙ্গত, গতকাল সোমবার কালের কণ্ঠ’র প্রিয় দেশ পাতায় ‘জেলখানা ভেঙে নিয়ে যাওয়া হলো আসামিদের’ শীর্ষক একটি সংবাদ ছাপা হয়, যা কারা কর্তৃপক্ষের নজরে পড়ে। তাই এ নিয়ে কোনো বিভ্রান্তিমূলক তথ্য না ছড়াতে অনুরোধ জানানো হয়। </p>