<p>টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ মিয়াকে (১৫) দাফন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তার দাফন সম্পন্ন হয়। সোমবার বিকালে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করে।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, সোমবার বিকালে টাঙ্গাইল সদর থানা এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ গুলিতে মারুফ নিহত হয়। নিহত মারুফ শহরের শাহীন স্কুলের দশম শ্রেণী ছাত্র। সে সাবালিয়া স্টেশন রোড এলাকার মজনু মিয়া ছেলে।</p> <p>মঙ্গলবার শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে মারুফ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন সিয়াম, আকরাম হোসেন, নবাব আলী, তুষার বক্তব্য রাখেন। পরে মারুফকে তাদের গ্রামের বাড়ি বাসাইল উপজেলার জশিহাটি গ্রামে দাফন করা হয়।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম জানান, তাদের পক্ষ থেকে টাঙ্গাইল শহর বাইপাসের পথচারী সেতুটি ‘শহিদ মারুফ’ নামকরণের দাবি জানানো হয়েছে।</p>