<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশ শিক্ষার্থীদের মৃত্যুতে জামালপুরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শোক প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর কেন্দ্রীয় শহীদ মিনার এই মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় তারা নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। </p> <p style="text-align:justify">শিক্ষার্থীরা জানান, ‘তাদের আন্দোলন এখনো শেষ হয়নি। শেখ হাসিনার পদত্যাগের পর যে নৈরাজ্য তৈরি হয়েছে, তা রুখতে হবে। তারা আগেও রাজপথে ছিল, এখনো রাজপথে থাকার কথা জানিয়েছেন। </p> <p style="text-align:justify">এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ তাই সব শিক্ষার্থীদের তৎপর থাকার আহ্বান জানান। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীসহ রাষ্ট্রের জানমাল রক্ষা করতেও কাজ করবেন তারা।'</p> <p style="text-align:justify">এ কর্মসূচি থেকে জামালপুরের আন্দোলনকারীর সমন্বয়করা আগামীকালকে শহরের বিশৃঙ্খলা পরিষ্কারে ক্লিন জামালপুর কর্মসূচির ঘোষণা দেন। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।</p>