<p>পঞ্চগড়ে আওয়ামী লীগ, আহমদিয়া সম্প্রদায়সহ মানুষের ঘর-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল করেন তারা। </p> <p>মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পথ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি, সহসমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, মখলেছার রহমান, সোনিয়া আক্তার, ছাত্রনেতা খোরশেদ মাহমুদ, সুরাইয়া আক্তার, আতিকুর রহমান ও হাবিবুর রহমান বক্তব্য দেন। </p> <p>গত দুই দিনে আওয়ামী লীগ নেতাকর্মী ও আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, ‘তৃতীয় একটি শক্তি এসব সহিংসা করছে। আমরা এ জন্য ছাত্র আন্দোলন করিনি। যারা এমনটি করছেন তারা খুব নিন্দনীয় কাজ করছেন। আমরা শান্তিপূর্ণ একটি দেশ গড়তে চাই। তাই এখন থেকে আর কোথাও কারো ঘর-বাড়িতে হামলা হলে ছাত্ররা প্রতিবাদ করবে।’ একই সঙ্গে হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যও ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। </p> <p>এই সমাবেশে উপস্থিত হয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘ছাত্ররা যখনই রাজপথে নেমেছেন, সফল হয়েছেন। পুলিশ বাহিনীর কাজ হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। বিগত দিনে পঞ্চগড় পুলিশের প্রত্যেকটি সদস্য কাজ করেছেন।’ </p> <p>পঞ্চগড়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ যেকোনো ধরনের অপরাধ দমনে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আন্দোলনে ছাত্রদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের ভূমিকা পেশাদ্বারির সঙ্গে পালন করেছি।’</p>