<p style="text-align:justify">বগুড়া শহর ও শাজাহানপুর উপজেলায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নিহতরা হলেন বগুড়া পৌর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)। রানা পাইকার বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার বাসিন্দা এবং নূর আলম শাজাহানপুর উপজেলার দেশমা গ্রামের বাসিন্দা। </p> <p style="text-align:justify">বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ওই দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে নূর আলমকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। </p> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা বাজারে নুর আলমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।</p> <p style="text-align:justify">শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ওই বাজারে একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।</p> <p style="text-align:justify">বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান,  নূর আলমের লাশ রাতেই তার স্বজনরা নিয়ে গেছে। আর রানা পাইকারের লাশ হাসপাতাল মর্গে আছে।</p>