<p>প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দুর্বৃত্তদের হামলায় কুমিল্লা তিতাস থানায় হামলায় একজন এসআই ও পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস থানায় এই ঘটনা ঘটে। এ সময় সাত থেকে আটজন পুলিশকে আহত করে আস্ত্র লুট করে নিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করছেন তিতাস থানা ওসি কৃঞ্চকান্তি নাথ।</p> <p>নিহতরা হলেন চাঁদপুরের উপপরিদর্শক রেজাউল (৪০) ও কনস্টেবল মাইনুদ্দিন লিটনের (৪২) বাড়ি নোয়াখালী। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে নিহত ও আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।</p> <p>দুর্বৃত্তরা দাউদকান্দি মডেল থানা ভাঙচুর, অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের উপপরিদর্শকসহ ১০-১২ জন পুলিশ আহত হয়েছে। অন্যদিকে দুর্বৃত্তের দেওয়া আগুনে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসা ও সরকারি একটি পাজেরো জিপ এবং ব্যক্তিগত ল্যান্ডকুজার গাড়ি আগুন দিয়ে পুড়ে গেছে। </p> <p>এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, ‘দুর্বৃত্তরা ধর ধর স্লোগান দিয়ে উপজেলায় প্রবেশ করলে আমি বাসা থেকে চলে যাই। তখন তারা এ তাণ্ডব চালায়।’</p>