<p style="text-align:justify">যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার যশোরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ এম মামুন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে হুঁশিয়ারি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/06/1722930114-5828c2a2f12665108d7986d3987f0974.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে হুঁশিয়ারি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/08/06/1412176" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতিম চক্রবর্তী সোমবার রাতে জানিয়েছেন, এ পর্যন্ত জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শর বেশি হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোরশেদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/06/1722929281-e467f5e593ef9afa250122eebc6e4bed.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোরশেদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/06/1412173" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিকেল ৫টার দিকে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান। এ সময় তিনি বলেন, আমাদের ছাত্রসমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এবং এর আগেও তারা কোনো নাশকতা করেনি।<br />  </p>