<p>বৈষম্যবিরোধী আন্দোলনে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শিক্ষার্থী, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের হাসপাতাল ও থানার মাঝে এ সংর্ঘষ হয়। এ সময় পুলিশ গুলি, টিয়ারশেল নিক্ষেপ করলে সাংবাদিকসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান করেছে। </p> <p>সংবাদ সংগ্রহ করতে গেলে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে সদস্য সাংবাদিক শুক্কুর আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় প্রেসক্লাবে পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।</p> <p>প্রতক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১১টার দিকে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে এগিয়ে আসেন। অপরদিকে উপজেলা জয় বাংলা চত্বরে থেকে মিছিল নিয়ে এগিয়ে আসেন আওয়ামি লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে বিশ্বম্ভরপুর থানার সামনে এলেই আওয়ামী লীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়াসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। </p> <p>একপর্যায়ে শিক্ষার্থী ও আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয়পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ, শিক্ষার্থী ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা আহত হয়।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ৫৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরো আসতে পারে। এদের মধ্যে গুরুত্বতর আহত দুইজন শিক্ষার্থী সুনামগঞ্জে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। </p> <p>দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ মিয়া, খায়রুল মিয়া, চাঁদ আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়াসহ ১৫-২০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন একাধিক আন্দোলনকারী শিক্ষার্থী।<br />  <br /> আন্দোলনরত দ্বিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাহ রাকিব, মামুনুর রশিদ মামুন জানান, বোরহান আহমেদ, ফোরকান মিয়ার অবস্থা খুবেই খারাপ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়।</p> <p>এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক জানান, বিএনপি-জামায়াত ও শিক্ষার্থীদের ইটের আগাতে আমিসহ সাতজন সহকর্মী আহত হয়েছি। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও আহত হয়েছেন। </p> <p>উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেনা মারুফ ফারুকী জানিয়েছেন, সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাসহ শতাধিক আহত হয়েছেন। শিক্ষার্থীসহ পাঁচজনকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। </p>