<p>এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসবিরোধী মিছিল বের করলে এ ঘটনা ঘটে।</p> <p>নোয়াখালীর রাজপথ দখলে নিয়ে জেলা যুবলীগের বাসভবনে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে চৌমুহনী পৌরসভা ভবনে অগ্নিসংযোগ করেন তারা। এ ছাড়া শহরে সকল সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।</p> <p>স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন। পরে আন্দোলনকারীদের সঙ্গে তাদের নোয়াখালী জিলা স্কুল এলাকায় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখে পুরো মাঠ দখলে রাখেন।<br />  <br /> দুপুর দেড়টার দিকে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় অবস্থিত জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্রের বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। বিকালে আন্দোলনকারীরা চৌমুহনী পৌরসভায় হামলা চালান। একপর্যায়ে চৌমুহনী পৌরসভার অগ্নিসংযোগ করেন তারা। তখন পৌরসভার বেশ কয়েকটি গাড়িতেও অগ্নিসংযাগ করে বলে অভিযোগ করেন চৌমুহনী পৌরসভা মেয়র মো. খালেদ সাইফুল্লাহ।<br />  <br /> হামলাকারীরা বেগমগঞ্জ ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়। ওই সময় তারা স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন গ্লোব ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি, সেনবাগের সংসদ সদস্য মোরশেদ আলমের মালিকানাধী মোরশেদ কমপ্লেক্স, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায় এবং চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এর আগে একই দিন সকাল ১০টার দিকে তারা বেগমগঞ্জ উপজেলা পরিষদে ইট-পাটকেল নিক্ষপ করে।</p> <p>বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে বেগমগঞ্জের চৌরাস্তা এলাকায় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ষে ছাত্রলীগের ১০ জন নেতাকরর্মী আহত হন। আহতদের মধ্যে মীরওয়ারিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাসেল ও ছাত্রলীগ নেতা সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়।</p> <p>এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র নিজের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলার সময় আমি বাসায় ছিলাম না। হামলার পরও তারা অনেকক্ষন আমার বাসা ঘিরে রাখে, মটর সাইকেলে অগ্নি সংযোগ করে।’</p>