<p style="text-align:justify">দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাসভবন, সরকারি স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরকারী বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তার দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল বের করেন।</p> <p style="text-align:justify">এর আগে হবিগঞ্জ শহরের শিরীষতলায় প্রতিবাদ সমাবেশ হয়। পরে সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।</p> <p style="text-align:justify">সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে আসা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিএনপি-জামায়াত ও শিবিরের চিহ্নিত ক্যাডাররা হবিগঞ্জে যে হত্যা এবং তাণ্ডব ঘটিয়েছে তা ন্যক্কারজনক। কোটাবিরোধী আন্দোলনের দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। এখন সমন্বয়কদের নাম ব্যবহার করে মিথ্যা কর্মসূচি দেওয়া হচ্ছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আওয়ামী লীগের আন্দোলন কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়; একাত্তরের রাজাকার ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে। যুবদল-ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতারা মুখে কাপড় বেঁধে হবিগঞ্জে তাণ্ডব চালিয়েছেন। সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করেছে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আমরা কারো ওপর আক্রমণ করতে চাই না। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের অফিস, দোকানপাট ও সরকারি স্থাপনায় আক্রমণ করা হলে আওয়ামী লীগ তা প্রতিরোধ করবে।’</p> <p style="text-align:justify">হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।</p>