<p style="text-align:justify">জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে জামালপুর শহরের হাই স্কুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">এর আগে সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের বাইপাস মোড়ে জমায়েত হন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে শেখ হাসিনা রোড হয়ে আজম চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ। </p> <p style="text-align:justify">পরে দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল বের করেন। আন্দোলনকারীরা সরকারি আশেক মাহমুদ কলেজ হয়ে বকুলতলার দিকে যেতে চাইলে পুলিশ হাই স্কুল মোড়ে তাদের বাধা দেয়। অন্যদিকে বকুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে হাই স্কুল মোড়ে এলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।</p> <p style="text-align:justify">এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল রানা খান সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বললেও তারা আমাদের কথা শোনেননি। পরে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে আন্দোলনকারীরা মিছিল বের করেন।’</p>