<p>বাগেরহাটের কচুয়ায় তিন শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার রাজারহাট এলাকা থেকে পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাঁকে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আজাহার আলী মোল্লা (৭০) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামের কাদের মোল্লার ছেলে। </p> <p>নির্যাতনের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ১০ ধারায় আজাহার আলী মোল্লাকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানায় ওই মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার ওই তিন শিশুর বয়স আট থেকে ৯ বছর বলে পুলিশ জানায়।</p> <p>কচুয়া থানার ওসি মোহসিন হোসেন জানান, গত ৩০ জুলাই দুপুরে আজাহার আলী প্রতিবেশী তিন শিশুকন্যাকে গাব খাওয়ানোর কথা বলে তাঁর বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে শিশুদের গাব খাওয়ানোর পর তাদের ওপর যৌন নির্যাতন চালান। পরে এদের মধ্যে এক শিশু বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর তিন শিশুকে যৌন নির্যাতনের বিষয়টি জানাজানি হয়। </p>