<p>কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। বিপরীতে চারটি অবস্থান থেকে আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছুড়ছেন।</p> <p>শুক্রবার (২ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নগর অভিমুখী আন্দোলনকারীরা ‘ছাত্র-জনতার গণমিছিল’ বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বিকেল সাড়ে ৩টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়ে চলছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শহীদ মিনার থেকে ৪ দফা দাবি আন্দোলনকারীদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/02/1722597202-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শহীদ মিনার থেকে ৪ দফা দাবি আন্দোলনকারীদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/02/1411080" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিকেল সোয়া ৩টার দিকে নগর অভিমুখে ‘ছাত্র-জনতা গণমিছিল’ বের করে। মিছিলটি আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ ব্যাপক হারে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। </p> <p>এ সময় শিক্ষার্থীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে নগরের মদিনা মার্কেট-বাগবাড়ী রোড, লতিফ মঞ্জিল ও মদিনা মার্কেট কালিবাড়ী রোডে অবস্থান নেন। আরেক অংশ মাউন্ড এডোরার গলিতে অবস্থান নেয়। এসব অবস্থান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। অন্যদিকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করছে।</p> <p>পুলিশ ধাওয়া দিলে তারাও লাটিসোঁটা নিয়ে প্রতিরোধ করতে দেখা গেছে। বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।</p> <p>এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। </p>