<p style="text-align:justify">ছেলের বিয়ের জন্য সংগৃহীত স্বর্ণালঙ্কার চুরির সময় দেখে ফেলায় আত্মীয়ের হাতে নিহত হয়েছেন গৃহিণী সাজেদা আক্তার (৫৫)। নিহতের বড় ছেলের শ্যালক মাওলানা মো. তারিফুল ইসলাম (৩০) গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে একটি মাদরাসা থেকে ঘাতক তারিফুলকে অর্থ, স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পৌর সদরের ফারুকিয়া মাদরাসা রোড এলাকার বন্ধন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার (২৬ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম।</p> <p style="text-align:justify">নিহত সাজেদা আক্তার উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের লালমোহন চৌধুরীবাড়ির মামুন চৌধুরীর স্ত্রী। </p> <p style="text-align:justify">গ্রেপ্তার তারিফুলের বাড়ি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ের সৈয়দপুর গ্রামের। তিনি গ্রামের সোহরাওর্দী ভূঁইয়াবাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে। তারিফুল উপজেলার জোরারগঞ্জ মৌলভী নজির আহম্মদ দাখিল মাদরাসার অধ্যক্ষ।</p> <p style="text-align:justify">জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মীরসরাই সদর উপজেলার ফারুকিয়া মাদরাসা রোড এলাকার বন্ধন ভবনের দ্বিতীয় তলায় নিহত হয়েছেন সাজেদা আক্তার। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা গলা কাটা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশ পাশের একটি ভবনের সিসি ফুটেজের সাহায্য নেয়। এরপর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন গোয়েন্দা তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালায় পুলিশ। </p> <p style="text-align:justify">পরে উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকার নজির আহম্মদ মাদরাসা থেকে হত্যাকাণ্ডে জড়িত মাওলানা মো. তারিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মাদরাসার একটি কক্ষ থেকে রক্তমাখা চুরি, ট্রাউজার, খুনের সময় ব্যবহৃত মোটরসাইকেল, চুরি হওয়া ইমিটেশনের একটি নেকলেস, দুই জোড়া কানের দুল ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় নিহত সাজেদা আক্তারের কন্যা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনে জড়িত থাকার বিষয় তারিফুল ইসলাম স্বীকার করেছেন। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে তুলতে চট্টগ্রামে নেওয়া হয়। <br />  </p>