<p style="text-align:justify">বান্দরবানের রুমা উপজেলার সাইকটপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর দুই সদস্য নিহত হয়েছে। </p> <p style="text-align:justify">আজ বুধবার (২৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের পরিচয় বা কখন এই অভিযান পরিচালিত হয়েছে ওই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।</p> <p style="text-align:justify">গত ২ এপ্রিল রাতে রুমা উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় সন্ত্রাসী হামলা চালান কেএনএফ-এর সশস্ত্র সদস্যরা। ব্যাংক থেকে পুলিশের ১০টি এবং পার্শ্ববর্তী আনসার ক্যাম্প থেকে চারটি অস্ত্র লুট করে নেয় সন্ত্রাসীরা। তারা ফিরে যাওয়ার সময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন তারা থানচি উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে অনুরূপ সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে নেয়। </p> <p style="text-align:justify">পরে গত ৭ এপ্রিল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কেএনএফ বিরোধী বিশেষ অভিযান শুরু হয়। এতে কেএনএফ সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কজন কেএনএফ সদস্য নিহত হয়।</p>