<p style="text-align:justify">সিরাজগঞ্জ সদরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">মামলায় পুলিশ সদস্যদের ওপরে হামলা, মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে।</p> <p style="text-align:justify">সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুলাই) সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করার সময় কোটা সংস্কার আন্দোলনকারীরা কয়েক দফা হামলা চালিয়ে ৪ পুলিশ কর্মকর্তাকে আহত করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ ১৭জনের নাম উল্লেখ এবং ৭০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।</p> <p style="text-align:justify">ঘটনাস্থল থেকে আটক ৪জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।</p> <p style="text-align:justify">এদিকে, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সারাদেশে ৬জনের মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন।  </p>