<p style="text-align:justify">পটুয়াখালীতে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে জেলা ছাত্রলীগ। এতে পটুয়াখালী মেডিক্যাল কলেজের ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে পটুয়াখালী মেডিক্যাল কলেজে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সব স্থানে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।</p> <p style="text-align:justify">আহত শিক্ষার্থী সরোয়ার জাহিদ ও সজিব মণ্ডল জানান, বিকেলে কোটা সংস্কারের দাবিতে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জড় হয়। এ সময় ছাত্রলীগ হামলা চালায়। হামলা থেকে বাঁচার জন্য শিক্ষার্থীরা হলে প্রবেশ করলেও হামলাকারী ছাত্রলীগ কর্মীরা হলের ভেতরে প্রবেশ করে হামলা চালান। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">এদিকে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, কোট সংস্কারের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। শিক্ষার্থীরা স্বাধীনতাবিরোধীদের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন এবং আন্দোলনের নামে মানুষের চিকিৎসাসেবা বিঘ্ন ঘটাচ্ছেন। তাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।</p> <p style="text-align:justify">এর আগে বিকেল ৪টার সময় পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়াম এলাকায় পটুয়াখালীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভের জন্য জমায়েত হলে সেখানেও ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা জমায়েত হয়েছিলেন। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। শহরের পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে।</p>