<p style="text-align:justify">হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামক স্থানে বাসচাপায় স্কুলছাত্র সিজান মিয়া (১১) নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নিহত সিজান মিয়া তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে এবং মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।</p> <p style="text-align:justify">এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে। এতে করে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাইসাইকেলে বাড়ি ফিরছিল সিজান মিয়া। ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা মোড়ে আসা মাত্রই ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">পরে স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে বাহুবল উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং বিকেল ৫টায় যানচলাচল স্বাভাবিক হয়।</p> <p style="text-align:justify">বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বাসটি আটক করা হলেও ঘাতক পালিয়ে গেছে। নিহত শিশু সিজান মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ-২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।</p>