<p style="text-align:justify">ভারত থেকে চোরাইপথে আনা চিনিতে বেসামাল সিলেট। নিয়মিত অভিযান পরিচালনা করেও ঠেকানো যাচ্ছে না চিনির চোরাচালান। বৃহস্পতিবার (১১ জুলাই) পাঁচ ঘণ্টার মধ্যে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চিনি জব্দ করেছে সিলেট মহানগর পুলিশ। এ সময় ৭টি ট্রাক ও একটি ডিআই ট্রাক জব্দ করা হয়েছে। আটক চিনির আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা।</p> <p style="text-align:justify">জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শাহপারান থানাধীন সুরমা বাইপাস এলাকায় অবস্থান নেয় এসএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছয়টি ট্রাক থামলেও পেছনের ট্রাকটি ঘুরে সিলেটের দিকের যাওয়ার চেষ্টা করে। সুরমা গেইটে এসে পুলিশ চেকপোস্ট দেখে সেটি বটেশ্বরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের পুলিশের গাড়ি ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে ট্রাকের গতিরোধ করে।</p> <p style="text-align:justify">বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে ৬ ট্রাক এবং শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের অভিযানে আরো এক ট্রাক চিনি আটক করা হয়েছে।’ </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘৭টি ট্রাক থেকে ২০ হাজারেরও বেশি বস্তা চিনি জব্দ হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি।’ </p> <p style="text-align:justify">ট্রাকগুলো শাহপরান থানায় নিয়ে জব্দকৃত মালামাল গণনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। দুইজন ট্রাক চালক পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’</p> <p style="text-align:justify">এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বন্দরবাজার কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ডিআই ট্রাকে থাকা ৬৯ বস্তা চিনি জব্দ করে। যারা বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।</p> <p style="text-align:justify">তথ্যটি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।</p>