<p>সুনামগঞ্জের মধ্যনগরে বাড়ির সামনে মনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মনসুর আলম (২৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মারা গেছেন।</p> <p>বুধবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ বংশীকুন্ডা গ্রামের সামনের মনাই নদীতে এই ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত ওই বুদ্ধিপ্রতিবন্ধী মনসুর বংশীকুন্ডা গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।</p> <p>স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের মনাই নদীতে গোসল করতে যায় প্রতিবন্ধী মনসুর। দীর্ঘ সময় কেটে গেলেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে মনাই নদী থেকে মনসুরের লাশ উদ্ধার করা হয়।</p> <p>মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সুরতহাল করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। </p>