<p style="text-align:justify">ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পটিয়ার ৫৯ জন রোগী ২৯ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা পেয়েছেন। আজ মঙ্গলবার বিকালে পটিয়া সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এসব চেক বিতরণ করা হয়। </p> <p style="text-align:justify">সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আওতায় এসব চেক দেওয়া হয়। </p> <p style="text-align:justify">আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনির সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা পিপলু নাথের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। </p> <p style="text-align:justify">প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বিশ্বের একজন সফল প্রধানমন্ত্রী। তার দূরদর্শী চিন্তা ও বিচক্ষণতায় সরকার করোনা মোকাবেলা করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া তিনি সবসময় সমাজের গরীব, অসহায়, দুস্থ মানুষের কল্যাণে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। </p> <p style="text-align:justify">এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পটিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে থেকে আবেদন করে পটিয়ার মানুষের উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও জানান মোতাহেরুল ইসলাম চৌধুরী।<br />  </p>