<p style="text-align: justify;">মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হজরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় বিশ্বজিৎ সরকার (২০) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে ওই যুবককে টঙ্গীবাড়ি থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে। </p> <p style="text-align: justify;">পরে মুন্সীগঞ্জ আমলি আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।</p> <p style="text-align: justify;">বিশ্বজিৎ সরকার উপজেলার আউটশাহী ইউনিয়নের দোরাবতী এলাকার গৌতম সরকারের পুত্র।</p> <p style="text-align: justify;">মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন বলেন, গত ৩০ জুন রাত দেড়টার দিকে বিশ্বজিৎ সরকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোবহান শেখ নামের এক ব্যক্তির কমেন্টসে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননাকর মন্তব্য করেন।</p> <p style="text-align: justify;">এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ক্ষোভে ফুঁসে উঠেন। তারা ওই যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ-আন্দোলন ও মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেন। পরে গতকাল মঙ্গলবার এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় আমি অভিযোগ দায়ের করি।</p> <p style="text-align: justify;">টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনের ২৯৫, ২৯৫ (ক) এবং ১৫৩ ধারায় মামলা দায়ের করে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।</p> <p style="text-align: justify;">মুন্সীগঞ্জ আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, আসামি বিশ্বজিতের সাতদিনের রিমান্ড চেয়ে তাকে পুলিশ আদালতে হাজির করলে শুনানি শেষে আমলি আদালত ৪ এর বিচারক তার একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। পরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।</p> <p style="text-align: justify;">এদিকে ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বজিতের ফাঁসি দাবি করেছেন খতমে নবুয়ত সংরক্ষণ বাংলাদেশ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বুধবার (৩ জুলাই) বিকেলে তিনি সিরাজদিখানের রাজানগর এলাকার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় আল্লামা মামুনুল হকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এ দাবি তোলেন তিনি।</p>