<p>ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে অংশগ্রহণ করে জয়লাভ করেন আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে।</p> <p>বুধবার (২৬ জুন) রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা পরিষদের ১৮ জনের মধ্যে ১৭ নম্বরে তার নাম দেখা যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1401049"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আওয়ামী লীগ নেতা ডাবলুর সম্পত্তি ক্রোকের আদেশ" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/27/1719500961-4cdf551601d6c7f9abbd061ebd247d38.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">আওয়ামী লীগ নেতা ডাবলুর সম্পত্তি ক্রোকের আদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/27/1401049" target="_blank"> </a></div> </div> <p>দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। পরে যোগ দেন আওয়ামী লীগে। এবার যেন সেই পুরস্কারই পেলেন এ কে একরামুজ্জামান।</p> <p>নতুন কমিটিতে পুনরায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি এবং মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদের নেতৃত্বে ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্র।</p>