<p style="text-align: justify;">বগুড়ার আদমদীঘিতে প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে তারের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দুই পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। </p> <p style="text-align: justify;">আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে এ সমস্যার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আব্দুর রহিম নামে এক তরুণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অবেদন করেন। উপজেলার নসরতপুর ইউপির বিনসারা গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">জানা গেছে, গত রবিবার সকালে অভিযোগকারী আব্দুর রহিমের প্রতিবেশী ফজলু তার দুই ছেলে সালাম ও পলাশকে সঙ্গে নিয়ে তার বসতবাড়ির সামনে চলাচলের রাস্তায় লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে তাদের দুটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বাড়ি থেকে বহু কষ্টে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। ভোগান্তী পোহাতে হচ্ছে ওই দুই পরিবারের স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরও। </p> <p style="text-align: justify;">অভিযোগকারী আব্দুর রহিম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলমান রয়েছে। সেটি নিস্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে তারের বেড়া দিয়ে আমার ও আমার নানার দুই পরিবারকে অবরুদ্ধ করে ফেলে। এর সমাধান পেতে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।’</p> <p style="text-align: justify;">জানতে চাইলে ফজলু বলেন, তাদের বাড়ির সামনের জায়গা আমার। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা জায়গাটি নিজেদের দাবি করেন। এ নিয়ে গত ১১ মে থানায় একটি বৈঠক বসেছিল। থানা পুলিশ উভয় পক্ষের সম্মতিতে তাদের চলাচলের জন্য বাড়ির পশ্চিম দিকে দরজা খুলতে বলেন এবং ১৫ দিনের মধ্যে তা করতে বলেন। সেই পর্যন্ত বাড়ির সামনের জায়গাটি তারা ব্যবহার করতে পারবেন। বেঁধে দেওয়া সময় অতিক্রম হওয়ার পর আমরা জায়গা ঘিরে নেওয়ার জন্য লোহার তার ও বাঁশ দিয়ে বেড়া দেই। </p> <p style="text-align: justify;">আদমদীঘি থানার উপ পরিদর্শক রেজাউল করিম জানান, থানায় অভিযোগের পর উভয় পক্ষের সম্মতিক্রমে মীমাংসা করে দেওয়া হয়েছিলো। </p> <p style="text-align: justify;">উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে পদক্ষেপ নেওয়া হবে।  </p>