<p style="text-align: justify;">নেত্রকোনার কলমাকান্দায় বাজারের ইজারা ডাককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন পয়েন্টে এসব ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">প্রত্যক্ষদর্শীরা জানান, কলমাকান্দা বাজার দীর্ঘদিন ধরে খাস কালেকশন আদায় করা হচ্ছে। মাসভিত্তিক ইজারা আদায়ের জন্য শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উন্মুক্ত ইজারা ডাক আহ্বান করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ে উন্মুক্ত ডাকের সময় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের ছোট ভাই ফজলে হাসান রাব্বির সঙ্গে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের ছোট ভাই আব্দুল ওয়াদুদ রতনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখন পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং দুই পক্ষকে বের করে দেয়। পরে আবার আব্দুল ওয়াদুদ রতনের সমর্থকরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এবং মোস্তাফিজুর রহমানের সমর্থকরা ডাকবাংলোর সামনে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান নেন। </p> <p style="text-align: justify;">এ সময় পুরো উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাজারের মধ্যে এসে দুই পক্ষ প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মোস্তাফিজুর রহমান চয়ন, ফজলে হাসান রাব্বি, রেজাউর রহমান, আবদুল ওয়াদুদ রতন, মজিবুর রহমান, ইমরান হোসেন, মোশারফ হোসেন, সোহাগ মিয়া, আবুল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ২৯ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ফজলে হাসান রাব্বি, লিটন মিয়া, শিপন, মজিবুর রহমানকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর মোস্তাফিজুর রহমান, আব্দুল ওয়াদুদ রতনসহ ১৫ জন ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। </p> <p style="text-align: justify;">কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) লুৎফুল হক বলেন, বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা শান্ত। </p> <p style="text-align: justify;">কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ইজারা ডাককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।</p> <p style="text-align: justify;"><br />  </p>