<p style="text-align: justify;">পাবনার ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাস ও পার্শবর্তী কয়েকটি ঘর পুড়ে গেছে। এতে আহত হয়েছেন মাইক্রোবাসের মালিক সেলিম রেজা।</p> <p style="text-align: justify;">বৃহস্পতিবার (২০ জুন) সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী সরদার পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। <br />  <br /> ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জহুরুল ইসলাম বলেন, ‘চরগড়গড়ী সরদার পাড়া গ্রামের সেলিম রেজা মন্ডল সকাল সাড়ে ১১ টার দিকে তার বাড়ির সামনে রাখা মাইক্রোবাসটির ইঞ্জিন চালু করার সাথে সাথে আগুন ধরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাস ও বাড়ির কয়েকটি ঘর পুড়ে যায়।’<br />  </p>