<p style="text-align: justify;">জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার একবছর অতিক্রম হলেও মামলার মূল আসামি ফাহিম ফয়সাল রিফাতকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। এতে সংবাদ সম্মেলন করে ক্ষোভ জানিয়েছেন হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।</p> <p style="text-align: justify;">নাদিম হত্যাকাণ্ডের বছর পূর্ণ হলেও সব আসামিকে গ্রেপ্তার না করার প্রতিবাদে শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলন করেন মনিরা বেগম।  </p> <p style="text-align: justify;">সংবাদ সম্মেলনে নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘হত্যাকাণ্ডের বছর পার হলেও অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার ২ নম্বর আসামি ও মূল ঘাতক ফাহিম ফয়সাল রিফাতকে পুলিশ পলাতক বললেও তিনি বিয়ের দাওয়াতে অংশগ্রহণসহ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।’</p> <p style="text-align: justify;">তিনি আরো বলেন, ‘মামলার ৫ নম্বর আসামি গাজী আমর আলী মেম্বারসহ কয়েকজন জামিনে মুক্তি পেয়ে আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এতে তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিকরণ ও সব আসামিকে গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’</p> <p style="text-align: justify;">সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিক নাদিমের মা আলেয়া বেগম বলেন, ‘বর্তমানে সংসার খুব অভাব-অনাটনে চলছে। আমরা খুব অসহায়। রোজগারের কোনো লোক নাই। আমার একটা ছেলে ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করল ওরা। কিন্তু দুঃখের বিষয় এটা, কত বড় বড় মন্ত্রী-এমপির কাছে গিয়েছি। সবাইকে ধরেছি। কিন্তু বিচারের কোনো আভাস পাচ্ছি না। সবাই খালি পাশ কাটিয়ে যায়।’   </p> <p style="text-align: justify;">এ বিষয়ে বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহিন আল আমিন বলেন, ‘নাদিম হত্যা মামলার ১ নম্বর আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবু পুলিশের সাবেক আইজিপি মোখলেছুর রহমান পান্নার চাচাতো ভাই হওয়ায় মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। তাই মামলাটি সিআইডি থেকে প্রত্যাহার করে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে সকল আসামির শাস্তির দাবি জানাই।’</p> <p style="text-align: justify;">এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (সিআইডির এসআই) গোলাম কিবরিয়া মুঠোফোনে বলেন, ‘মামলার তদন্তকাজ শেষদিকে, দ্রুতই চার্জশিট দাখিল করা হবে। তদন্তের স্বার্থে সবকিছু বলা ঠিক হবে না, তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’</p> <p style="text-align: justify;">উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বছরের ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করে সন্ত্রাসীরা।</p> <p style="text-align: justify;">এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। <br />  </p>