<p>কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানকে কোরবানির গরু বহনকারী একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে গিয়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে।</p> <p>আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা।</p> <p>নিহত গরু ব্যবসায়ীর নাম মো. রাসেল (৩০)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার জামাল মিয়ার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় জানা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1396961"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদালতের নির্দেশে তনির শোরুম খুলে দিল ভোক্তা অধিদপ্তর" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/12/1718175991-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">আদালতের নির্দেশে তনির শোরুম খুলে দিল ভোক্তা অধিদপ্তর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/06/12/1396961" target="_blank"> </a></div> </div> <p>ওসি মো. মনজুরুল আলম মোল্লা জানান, গরু বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে কুমিল্লার লাকসামে যাচ্ছিল। এ সময় মহাসড়কের পুটিয়া ইউটার্ন এলাকায় গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুজন নিহত হন। এতে আহত হন আরও চারজন। তাঁদের দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।</p> <p>তিনি আরো জানান, এ দুর্ঘটনায় দুটি গরু মারা গেছে। এ ছাড়া ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় পাঁচটি গরুর পা ভেঙে গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1396953"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাটে সুস্থ এবং অসুস্থ গরু চিনবেন যেভাবে" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/12/1718173353-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">হাটে সুস্থ এবং অসুস্থ গরু চিনবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/06/12/1396953" target="_blank"> </a></div> </div>