<p>টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে জয়লাভ করায় ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে কাঠের তৈরি আনারস চিহ্নিত একটি খাট উপহার দিয়েছেন তার এক ভক্ত। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও খাট ব্যবসায়ী রফিক খান মামুন নবনির্বাচিত চেয়ারম্যানকে এই উপহার দেন।</p> <p>মামুন বলেন, ‘প্রয়াত সংসদ সদস্য একাব্বর হোসেনের ছেলে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত যখন থেকে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তখন থেকেই অনেক আত্মবিশ্বাসী ছিলাম, সীমান্ত বিজয়ী হবেন। আমি এই আত্মবিশ্বাস থেকে সীমান্তর নির্বাচনী প্রতীক আনারসের নকশা দিয়ে খাট তৈরির কাজ শুরু করি। খাটটি তৈরিতে এক লাখ ২৩ হাজার টাকা খরচ হয়েছে। গত ৮ জুন খাটের কাজ শেষ হয়েছে। তাই আজকে তাকে খাটটি উপহার হিসেবে দিয়েছি।’</p> <p>উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, ‘রফিক খান মামুন শুধু আমার একজন ভক্তই নন, তিনি আওয়ামী লীগের একজন পরিশ্রমী নেতাও। আমি তার দেওয়া উপহার গ্রহণ করেছি।’</p>