<p>টাঙ্গাইলের কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বর্গা গ্রামে স্বামীর বাড়ির ঘর থেকে ওই গৃহবধূর  লাশ উদ্ধার করা হয়।</p> <p>নিহত মারুফা বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে। তার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের পর থেকে গৃহবধূ মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।</p> <p>কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।</p>