<p>চাঁদপুরের মতলব দক্ষিণের চরপাথালিয়া এলাকার নুসরাত আক্তার (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার (১০ জুন) বিকেল ৫টার দিকে ওই গ্রামের দেওয়ানবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে।</p> <p>নুসরাত আক্তার ওই বাড়ির দুলাল দেওয়ানের এবং মিথিলা আক্তার রিপন দেওয়ানের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন। তারা উভয়ই স্থানীয় চরনীলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।</p> <p>এলাকাবাসী ও ওই স্কুলের শিক্ষকরা জানান, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী তাদের বাড়ি চলে যায়। পরে দুইজনই পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের একই সঙ্গে হাতে হাত ধরা অবস্থায় উদ্ধার করে মতলব উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।</p> <p>এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি অফিসার ইনচার্জ রিপন বালা জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।</p>