<p style="text-align: justify;">ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ। </p> <p style="text-align: justify;">গতকাল বৃহস্পতিবার (৬ জুন) রাত ৯টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপির একটি গোয়েন্দা টিম।</p> <p style="text-align: justify;">জানা যায়, চরমপন্থী নেতা আমানাউল্লাহ ওরফে শিমুল ভূইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। এমপি আনার হত্যাকার ঘটনার অনেক তথ্য উপাত্ত তার কাছ থেকে পাওয়া যেতে পারে।</p> <p style="text-align: justify;">বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, বাবুর আটকের বিষয়টি শুনেছি। এমপি আনার হত্যাকার ঘটনায় যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।</p> <p style="text-align: justify;">এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, ডিএমপির একটি গোয়েন্দা টিম আগে থেকেই শহরে অবস্থান করছিল। তারা রাতে অভিযান চালিয়ে বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যায়।<br />  </p>