<p>শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সুতলকাঠি গ্রামের আশরাফুল হক পেশায় হোমিও চিকিৎসক। শখের বশে গরুর পালেন। প্রতিবছরই কোরবানির জন্য গরু প্রস্তুত করেন। এ বছর প্রস্তুত করেছেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের শান্ত। ওজন প্রায় ৩০ মণ। স্বভাবে শান্ত হওয়ায় গরুটির নাম রেখেছেন শান্ত। চার বছর ধরে পালন করছেন গরুটি। দাম চাচ্ছেন ১৫ লাখ টাকা।</p> <p>আশরাফুল হক জানান, ছয় মাস বয়সে কিনে আনেন গরুটি। এটিকে প্রতিদিন তিনবার গোসল করাতে হয়। চারবার খাবার খায়। খাবারের তালিকায় রয়েছে ভুসি, কুড়া, খৈল, জাউ ভাত ও চিটাল। গরুটি লম্বায় ৯ ফুট ও প্রস্থ সাড়ে ৮ ফুট। ওজন প্রায় ৩০ মণ। বিশালাকার গরুটিকে দেখতে বিভিন্ন গ্রামের লোকজনসহ ব্যবসায়ীরা আসছেন এবং দাম করছেন। কাঙ্ক্ষিত দাম পেলেই বিক্রি করবেন গরুটি।</p> <p>তিনি বলেন, ‘চার বছর আগে ছয় মাস বয়সে ৫৫ হাজার টাকা দিয়ে গরুটি গোসাইরহাট থেকে কিনে আনি। আমি আর আমার স্ত্রী গরুটি লালন-পালন করি। গরুটি অনেক শান্ত, তাই আমরা এটিকে আদর করে শান্ত বলে ডাকি। এই গরুকে কখনোই ফিড খাওয়াইনি। প্রাকৃতিক খাবার খাইয়েছি। গরুর গায়ে ইনজেকশনও দিইনি। নিজের থেকে বেশি যত্ন করেছি গরুটিকে।’</p>