<p style="text-align: justify;">রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ীতে হামলা ও তার এক সমর্থককে কুপিয়ে আহত করার ঘটনায় জীবন ইসলাম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align: justify;">রবিবার (২ জুন) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জীবন নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানান, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ীতে হামলা, সমর্থক সৈয়দ আলী আজমকে কুপিয়ে জখম করেন জীবন ও তার সমর্থকরা।</p> <p style="text-align: justify;">বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘জীবন ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।</p>