<p>অপকর্মের দায়ে প্রায় ১০ বছর আগে পুলিশের চাকরি হারান মো. মারুফ হোসেন (৪২)। এবার ইয়াবাসহ মারুফ ও তার স্ত্রীকে আটক করা হলো। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. এনায়েত হোসেন।</p> <p>আটককৃত মারুফের বাড়ি ভোলার লালমোহন উপজেলার পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডে। তবে তিনি এখন সদর উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে থাকেন। সেখানে থেকেই স্ত্রী মোসা. মানসুরা বেগমকে (৩৫) নিয়ে করতেন ইয়াবার ব্যবসা।</p> <p>পুলিশ পরিদর্শক এনায়েত জানান, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দরিরাম শংকর এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মারুফ ও তার স্ত্রী মানসুরাকে আটক করা হয়।</p> <p>তিনি আরো জানান, আটককৃত দুজন ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মারুফের শ্বশুরবাড়িতে (সিকদার বাড়ি) থেকে ইয়াবার ব্যবসা করছিলেন। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।</p>