<p style="text-align: justify;">কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আকটকৃত হেলেনা বেগম বরগুনা জেলার বেতাগী এলাকার বাসিন্দা।</p> <p style="text-align: justify;">বৃহস্পতিবার (৩০ মে) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে ওই নারীকে আটক করা হয়।</p> <p style="text-align: justify;">মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ওই নারীর কাছে থাকা টিফিন ক্যারিয়ারের তিনটি বাটি থেকে তিন কেজি ও আরেকটি ব্যাগে থাকা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। </p> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন, তিনি একজন মাদক কারবারি। কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনায় সরবরাহ করতেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’</p>