<p style="text-align: justify;">ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় চলছে প্রতিপক্ষের বাধা, হামলা ও সংঘর্ষ। এমপির আশির্বাদপুষ্ট মোটরসাইকেল প্রতীকের প্রার্থী খালেদ মাসুদ খান লাল্টুর কর্মী-সমর্থকরা বেপরোয়াভাবে অন্যপ্রতীকের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা করছে বলে অভিযোগ উঠেছে। </p> <p style="text-align: justify;">গতকাল শুক্রবার রাতেও আনারস প্রতীকের সমর্থকদের প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। এতে নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। এরমধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশেষ এক প্রার্থীকে বিজয়ী করতে অর্ধশত কেন্দ্রে প্রার্থীর পছন্দনীয় প্রিজাইর্ডি অফিসার নিয়োগ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এক প্রার্থীর সংবাদ সম্মেলন থেকে। পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারমান প্রার্থী মোহাদ্দেছ হোসেন।</p> <p style="text-align: justify;">জানা গেছে, রোয়াইল ইউনিয়নের রোয়াইল বাজারে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা শুক্রবার রাত আটটার দিকে নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে একই ইউনিয়নের চর সুঙ্গর বাজারে আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে সেখানে তালা ঝুলিয়ে দেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। </p> <p style="text-align: justify;">এছাড়া আনারস প্রতীকের সমর্থক স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনসহ কয়েকজনকে মারপিট করা হয়। এতে দুদফা হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর,সানোড়া ইউনিয়নের ভালুম, পৌরসভার উত্তরপাতা মহল্লায় আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেয় মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। </p> <p style="text-align: justify;">এ ঘটনায় রিটার্নিং অফিসারসহ ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আনারস প্রতীকের প্রার্থী আব্দুল লতিফের অভিযোগ, মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা অব্যাহতভাবে প্রচারণায় বাধা হামলাসহ হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানায় অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি।</p> <p style="text-align: justify;">এদিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। জাহিদ হোসেন এক বিশেষ প্রার্থীকে (এমপির আস্থাভাজন উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সাধারন সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু-মোটরসাইকেল প্রতীক) বিজয়ী করতে অর্ধশত কেন্দ্রে প্রার্থীর পছন্দের প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন এবং তাদের সঙ্গে নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন গোপন বৈঠক করে বিশেষ প্রার্থীকে বিজয়ী করতে সিল মারার পরিকল্পনা করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। </p> <p style="text-align: justify;">নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইর্ডিং অফিসারদের পরিবর্তনের দাবি জানান তিনি। এ ঘটনায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মোহাদ্দেছ হোসেন। এদিকে অন্য প্রার্থীদের সমর্থকদের উপর হামলা করার ঘটনা অস্বীকার করে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খালেদ মাসুদ খান লাল্টু বলেন, আমার জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। </p>