<p>গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার নানা রকম ছলচাতুরী করে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রশক্তি দিয়ে দমন-পীড়ন করে ৭ জানুয়ারির ডামি নির্বাচন করেছে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, ‘আমি সব জায়গায় ডামি প্রার্থী দেওয়ার জন্য বলেছি। আমাদের কোনো কথা না, উনারা যা করেন নিজেরাই পরবর্তীতে ফলাও করে বলেন। আমরা সেটাই বলছি।’</p> <p>শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন সাকি। নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সম্মেলন উপলক্ষে এ আয়োজন করা হয়।</p> <p>জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের মধ্যে ভয় বাসা বেঁধেছে। সরকার ভয়ের রাজত্ব কায়েম করেছে। এই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এ দেশ আমাদের। এ দেশের প্রত্যেকটি নাগরিকের স্বার্থের জন্য আমাদের লড়াই করতে হবে। এ লড়াইয়ে বাধা আসবে, পুলিশ লেলিয়ে দেবে, জেলে দেবে; কিন্তু এক লাখের বেশি লোক জেলে রাখতে পারবে না। যেদিন কোটি কোটি মানুষ রাজপথে নামবে, তখন কেউই সামাল দিতে পারবে না।’</p> <p>তিনি আরো বলেন, ‘সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের মধ্য দিয়ে, আমাদের অধিকারহীনতা লড়াইয়ের মধ্য দিয়ে জায়গা করে নিতে হবে। সমস্ত লড়াইয়ে নিজেদের যুক্ত করতে হবে। এ লড়াই একসময় গণ-অভ্যুত্থানে রূপ নেবে। সেই দিন বেশি দূরে নয়। সরকার ভাবছে ৭ জানুয়ারি তাদের বিজয় হয়েছে। কিন্তু আমরা মনে করি, সেদিন দেশের মানুষ রায় দিয়েছে, তারা সরকারের সঙ্গে নেই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে দেশ রক্ষার জন্য নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে। ভয়-বিভ্রান্তি-বিভক্তির বিরুদ্ধে লড়াই করে রাজপথে জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে।’</p> <p>নারায়ণগঞ্জ জেলা ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি শুভ দেবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।</p>