<p>গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির চার দিন পর আবারও সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৫ মে) রাতে বড়ইবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় যানবাহন থামিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা  টাকা-স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।</p> <p>ভুক্তভোগীরা জানান, বড়ইবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় বুধবার রাত দেড়টার দিকে মুখোশ পরা ছয়-সাতজনের একদল ডাকাত রামদাসসহ দেশি অস্ত্র নিয়ে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে। তারা প্রাইভেট কার, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশাসহসহ ২০-২৫টি যানবাহনের চালক এবং যাত্রীর হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে রাখে। ডাকাতরা টাকা-স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ থেকে লাখ টাকার মালমাল লুটে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা প্রাইভেট কারসহ অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে কৌশলে এক ট্রাকচালক পালিয়ে গিয়ে চিৎকার করতে থাকলে রাত আড়াইটার দিকে ডাকাতরা পালিয়ে যায়। </p> <p>এর আগে গত ১২ মে রাতে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে  অর্ধশতাধিক যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে।</p> <p>ডাকাতের কবলে পড়া কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া বলেন, ‘রাত ২টার দিকে আমিসহ কয়েকজন দুটি প্রাইভেট কারে কালিয়াকৈর থেকে জামালপুর যাচ্ছিলাম। বড়ইবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় পৌঁছলে দেখি সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মুখোশ পরা ছয়-সাতজনের একদল ডাকাত আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে। তারা আমাদের সাথে থাকা এক লাখ টাকা, স্বর্ণের দুটি আংটিসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় দুটি প্রাইভেট কার ভাঙচুর করে।’</p> <p>কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাছিম বলেন, ‘বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়াচালা এলাকায় এ রকম একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’</p>