<p style="text-align: justify;">ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কাজিপুর উপজেলায় ৪৫ হাজার ২৩৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এ ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে আশরাফুল আলম পেয়েছেন ২৫ হাজার ৬০৪ ভোট এবং আবুল কালাম আজাদ পেয়েছেন ৮ হাজার ৫৮৩ ভোট।<br />  <br /> সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪৭ হাজার ৮০৭ ভোট পেয়ে টানা তিনবারের মতো বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এ ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট, এস এম আহসান হাবীব পেয়েছেন ৬ হাজার ৫৭১ ভোট, এস এম নাছিম রেজা নুর দীপু পেয়েছেন ৩ হাজার ৫০১ ভোট ও নুরুল ইসলাম সজল পেয়েছেন ১ হাজার ৪৪৬ ভোট।<br />   <br /> বেলকুচি উপজেলায় ৫৪ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নতুন মুখ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বদিউজ্জামান ফকির পেয়েছে ৪৯ হাজার ৩৫৭ ভোট ও সেরাজুল ইসলাম পেয়েছে ৪ হাজার ৪২৫ ভোট।</p> <p style="text-align: justify;">ভোট গণনা শেষে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম রাতে এ ফলাফল ঘোষণা করেন।</p>