<p>আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শাহজামান বাবুলকে সমর্থন দিয়ে তার পক্ষে মাঠে নেমেছেন ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।</p> <p>শুক্রবার (৩ মে) বিকেল ৪ টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনীয় জনসভায় এ ঘোষণা দেন তিনি।</p> <p>নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াহিদুজ্জামান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাইচাইল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, নগরকান্দা উপজেলা যুব মহিলা আ'লীগের সভাপতি রিক্তা আক্তার প্রমুখ।</p> <p>জনসভায় প্রধান অতিথির বক্তব্য বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘গত উপজেলা পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান সরদারকে সমর্থন দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছিলাম। কিন্তু তিনি আমাদের সাথে বেঈমানি করেছেন। তাই এবার আমি কাজী শাহজামান বাবুলকে সমর্থন দিলাম। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাবুলের বিজয় নিশ্চিত করবেন বলে আশা করি।’ </p> <p>তিনি আরও বলেন, ‘উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে বাবুলকে বিজয়ী করার বিকল্প নেই। আমার জীবন যতদিন আছে, আমি ততদিন আপনাদের পাশে আছি, থাকব- ইনশাল্লাহ।’</p> <p>এর আগে বিকেল ৩ টার দিকে তালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান শেখ ৫ শতাধিক লোকজন নিয়ে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার হাতে ফুল দিয়ে তার দলে যোগ দেন।</p>