<p>বালুবাহী ট্রাক্টর উল্টে বালুচাপায় চালক সজিব হোসেন (১৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১ মে) ভোরে পাবনা সদর থানার দোগাছি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>নিহত সজিব হোসেন বাঘা উপজেলার কলিগ্রাম (সড়কঘাট) এলাকার হাবিবের হোসেনের ছেলে। সে পাবনায় ট্রাক্টর মালিকের চালক হিসেবে কাজ করত।</p> <p>পাবনা সদর থানার সহকারি পরিদর্শক (এসআই) জয়ন্তী চন্দ্র বর্মন জানান, ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই সে মারা যায়। অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে সুরতহাল রিপোর্টসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকাল ৫টায় সজিব হোসেনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাক্টর আটক করা যায়নি বলেও জানান তিনি।</p> <p>নিহতের পিতা জানান, রাত ৯টায় নিজ এলাকার কালিদাসখালি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়। <br />  </p>