<p>ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও কয়েকজনকে আহত করার ঘটনায় জেলার মধুখালীতে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) সড়ক অবরোধ করার পর থেকে এই অবস্থার সৃ ষ্টি হয়েছে বলে জানা গেছে।</p> <p>এ পরিস্থিতিতে বুধবার সকাল থেকে এলাকায় চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>জেলা প্রশাসক বলেন, ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার পঞ্চপল্লী, কামারখালী ও বাগাট বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা করছে বিজিবি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।</p> <p>ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবির টহলের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছেন।</p> <p>এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্তু ফরিদপুর-খুলনা মহাসড়কে দুই ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও  অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।</p>