<p style="text-align: justify;">সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  </p> <p style="text-align: justify;">নিহত আল শামীম (২৪) পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।</p> <p style="text-align: justify;">হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ ভেঙে পড়ে যায়। এ সময় আহত আট যাত্রীকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে আল শামীম মার যান। আহত অন্যদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।<br />  </p>