<p>ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ দাঁড়িয়ে থাকা বাসে সজোড়ে ধাক্কায় দেয়। এতে পিকআপে যাত্রীসহ ১০ পোশাককর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শঙ্কাজনক অবস্থায় রয়েছেন।</p> <p>আজ শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ঈদগাঁ মাঠ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার সিংগুরিয়া মসজিদের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। আজ সকালে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা একই পরিবারের পাঁচ জনসহ ১০ যাত্রী আহত হয়।</p> <p>আহতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে শহীদ (৩৪), তার স্ত্রী ফেরদৌসী (২৮), শহীদুল ইসলামের ছেলে পলাশ (২৫) এবং একই জেলার সাঘাটা উপজেলার আব্দুল হাইয়ের ছেলে মামুন (২৪)। অন্য আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তারাও একই জেলার বাসিন্দা ও পেশায় পোশাককর্মী। </p> <p>ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।</p> <p>ঘাটাইল থানার উপ-পরিদর্শক রুবেল রানা জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা সব যাত্রী আহত হয়েছে। আহতদের ভূঞাপুর কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।<br />  </p>