<p>বিট কর্মকর্তা ফরেস্টার সাজ্জাদুজ্জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। </p> <p>এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন এবং ভাওয়াল ও জাতীয় উদ্যান রেঞ্জের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।</p> <p>উল্লেখ্য, গত ৩১ মার্চ রাতে কক্সবাজার জেলার উখিয়া থানার হরিণমারা এলাকায় পাহাড়ের মাটি কাটায় বাধা দেওয়ায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করা হয় দোছড়ি ফরেস্ট বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১ এপ্রিল উখিয়া থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন উখিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও এখন পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।</p>