<p>মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউনিয়ন পরিষদের সদস্যের হাত থেকে কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা গাংডুবি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের দাবি, নালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আফসার উদ্দিন রাস্তা সংস্কারের নামে ফসলি জমির মাটি কেটে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন।</p> <p>মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন সড়কে মাটি ভরাটের নামে কৃষিজমি থেকে জোর করে মাটি কেটে নিচ্ছেন। কিন্তু মাটি সড়কে না ফেলে অন্যত্র বিক্রি করে নিজে লাভবান হচ্ছেন।’</p> <p>ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজ উদ্দিন জানান, ইউপি সদস্য আফসার সড়ক সংস্কারের নামে ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। কিন্তু সড়কে মাটি না ফেলে বিক্রি করে দিচ্ছে। খননযন্ত্র বসিয়ে মাটি কাটার ফলে আশপাশের জমিও ভাঙনের মুখে পড়েছে।</p> <p>মানববন্ধন বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা রিপন মিয়া, আঞ্জুমারা বেগম, মানোয়ারা বেগম, আব্দুর রউফ, দেলোয়ার হোসেন প্রমুখ।</p> <p>অভিযুক্ত আফসার উদ্দিন বলেন, ‘রাস্তাটি সংস্কার বাবদ সরকারি কোনো বাজেট পাইনি। ইউএনও এবং পিআইও অফিস থেকে বলার কারণে আমি নিজ উদ্যোগেই রাস্তাটির সংস্কার করছি। যেহেতু সরকারি টাকা পাইনি তাই কিছু মাটি বাইরে বিক্রি করেছি এটা সত্য।’</p> <p>ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, যেকোনো রাস্তা সংস্কার কিংবা মেরামতে সরকারি বরাদ্দ থাকে। ইউপি সদস্যকে ওই রাস্তাটি সংস্কারের কাজ করতে বলা হয়েছে। ব্যক্তিগত লাভের জন্য যদি রাস্তায় ব্যবহারের মাটি অন্যত্র বিক্রি করে থাকেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।</p>