<p style="text-align: justify;">একটি নাশকতার মামলায় ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ জেড এম মুনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর এই খবর পেয়ে বাবা মুনিরকে একনজর দেখতে আদালতের গারদখানার সামনে হাজির হয়েছিল তাঁর ছোট্ট ছেলে মাহিন। </p> <p style="text-align: justify;">একপর্যায়ে গারদখানার লোহার জানালার ভেতর দিয়ে বাবার মুখে চুমা দেয় মাহিন। এ সময় সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন কেউ। পরে ওই ছবি ফেসবুকে পোস্ট করে এক ব্যক্তি লেখেন, কারারুদ্ধ বাবার প্রতি সন্তানের ভালোবাসা। যা মহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। </p> <p style="text-align: justify;">গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর আদালতের গারদখানায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মামুন চৌধুরী।</p> <p style="text-align: justify;">জানা গেছে, একটি নাশকতা মামলায় মুনিরসহ সালথা উপজেলার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। </p> <p style="text-align: justify;">কারাগারে পাঠানো অন্য তিন নেতাকর্মী হলেন- সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া। বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ মামুন অর রশিদ মামুন।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘ঢাকার মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন ওই চার নেতা। ছয় সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।' </p> <p style="text-align: justify;">প্রসঙ্গত গত দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা নামক এলাকার একটি নাশকতা মামলার আসামি ছিলেন তারা।</p>