<p>ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা মামলার রায়ের শুনানি শুনতে গিয়ে বাদীপক্ষের লোকজন আসামি ও তার ভাড়া করা লোকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। </p> <p>বৃহস্পতিবার (১৪) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন নিহত স্কুলছাত্র অন্তরের মা জান্নাতী বেগম।</p> <p>জান্নাতী বেগম লিখিত বক্তব্যে বলেন, ‘২০১৮ সালের ৭ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র অন্তরকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাহাবুব, সুজন, খোকন, কামাল, আরশাদ ও আজিজুল মসজিদে তারাবির নামাজে যাওয়ার পথে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকা দেওয়াও হয়। কিন্তু তার পরেও তারা আমার ছেলেকে শ্বাসরোধে হত্যা করে।’</p> <p>তিনি আরো বলেন, ‘প্রায় ছয় বছর মামলা চলার পর বুধবার ছিল মামলার রায়ের দিন। কিন্তু রায়ের কাজ সম্পন্ন না হওয়ায় বিজ্ঞ বিচারক মামলার পরবর্তী তারিখ মার্চ মাসের ২৭ তারিখ নির্ধারণ করেন। বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলে আদালতের গেটের সামনে অতর্কিতভাবে আসামি আরশাদের নেতৃত্বে তার ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে।’</p> <p>এ ব্যাপারে জেলা পুলিশ ও কোর্ট পুলিশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।</p>